কুমিল্লার রসমালাই


কুমিল্লার রসমালাই বাংলাদেশের খুবই বিখ্যাত এবং সুস্বাদু খাবারের নাম। বাংলাদেশের সব জায়গাতেই রসমালাই পাওয়া যায়, কিন্তু আসল রসমালাই পেতে হলে আপনাকে কুমিল্লা তে যেতে হবে। সারা দেশে মাতৃ ভাণ্ডার নামে অনেক দোকান আছে। আসল মাতৃ ভাণ্ডার একটাই সেটা কুমিল্লা শহরের মনোহরপুর এ কালি বাড়ির বিপরীতে অবস্থিত। নিচে কালি বাড়ি ও আসল মাতৃ ভাণ্ডার এর ছবি দেয়া হল।




 যেভাবে যাবেনঃ আসল মাতৃ ভাণ্ডার এ যেতে হলে আপনাকে প্রথমেই যেতে হবে কুমিল্লা তে। তারপর যেকোনো রিকশা কে বললেই নিয়ে যাবে আসল মাতৃ ভাণ্ডার এ। গুগল ম্যাপ এ পেতে 23°27'42.6"N 91°10'60.0"E

No comments:

Post a Comment