Saturday, May 2, 2015

How to go hum hum spring


কিভাবে যাবেন?

ঢাকা থেকে সরাসরি বাস কিংবা ট্রেনে করে শ্রীমঙ্গল যাওয়া যায়। রাতের ট্রেনে গেলে মধ্যরাতে আপনাকে নামতে হবে শ্রীমঙ্গল। সিএনজি কিংবা জিপ এর জন্য অপেক্ষা করতে হবে ভোর না হওয়া পর্যন্ত। শ্রীমঙ্গল থেকে সরাসরি সিএনজি তে কলাবনপাড়া পর্যন্ত যাওয়া যায়। সিএনজি ভাড়া পড়বে ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত। যাওয়ার আগে অবশ্যই যথেষ্ট পরিমাণ খাবার পানি, খাবার, ও প্রয়োজনীয় ঔষধ নিতে হবে। কলাবনপাড়া থেকে গাইড নিতে হবে। আর কলাবনপাড়া থেকেই বাঁশের লাঠি নিতে হবে। দাম পড়বে ১০ টাকার মত। আর গাইড খরচ পড়বে ৩০০ টাকা থেকে ৫০০ টাকার মত। কলাবনপাড়া থেকে ঝরনা পর্যন্ত যাওয়ার দুইটা পথ একটা পাহাড়ি পথ আরেকটা ঝিরি পথ। পাহাড়ি পথে অনেক পাহাড় আর ছোট ছোট খাল পার হতে হয়। আর ঝিরি পথে পাথরযুক্ত পানি পথ পার হতে হয়। দুই পথেই জোঁক এর ভয় আছে তাই সাথে লবন রাখা ভাল। কলাবনপাড়া থেকে ঝরনা পর্যন্ত যেতে সময় লাগে ১.৩০ থেকে ২ ঘণ্টার মত। তাই কমপক্ষে ৩ থেকে ৪ ঘণ্টা পায়ে হাঁটার মত মানসিকতা থাকতে হবে।

যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমার সাথে। কলাবন পাড়ার স্থানীয় গাইড, নাম স্বপন । মোবাইল নাম্বার ০১৭৮২০৬৫১৪৭

যারা মোবাইল এ ম্যাপ ব্যবহার করে তাদের জন্য কলাবনপাড়া ও ঝরনার জিওগ্রাফিক কোঅরডিনেট

কলাবনপাড়াঃ 24°10’31.7″N 91°52’59.0″E
ঝরনাঃ 24°10’02.6″N 91°54’40.2″E


No comments:

Post a Comment